বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : এবার পুরুষ নির্যাতন দমন আইনের দাবি জানিয়েছে পুরুষ নির্যাতন প্রতিরোধ আন্দোলন নামের একটি সংগঠন। সংগঠনের চেয়ারম্যান শেখ খায়রুল আলম বলেন, পুরুষ নির্যাতন দমন আইন না থাকায় পুরুষরা প্রতিনিয়ত নির্যাতিত হওয়ার পরও আইনের সহযোগিতা পাচ্ছে না। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানান তিনি। মানববন্ধনে এক নির্যাতিত পুরুষ দাবি করেন, তার স্ত্রী পরকীয়ায় আসক্ত। এজন্য তার জমি বিক্রি করে টাকা দাবি করেন। টাকা না দেয়ায় শ্বশুরবাড়ির লোকজন দিয়ে তাকে মারপিট করেছেন স্ত্রী। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করলেও উল্টো থানা পুলিশ তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইন দিয়ে জেলে পাঠানোর হুমকি দেয়।
পুরুষ নির্যাতনের ভয়াবহতা তুলে ধরে খায়রুল আলম বলেন, পুরুষরা আজ ঘরে-বাইরে নির্যাতনের শিকার। কিন্তু আত্মসম্মানের জন্য সেসব প্রকাশ করতে পারছেন না। অনেকে আবার সম্পত্তি গ্রাস করার জন্য প্রতিপক্ষের স্ত্রীকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। যার জ্বলন্ত প্রমাণ ব্রাহ্মণবাড়িয়ার আরিফুল ইসলাম।
মানববন্ধনে স্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করে আরিফুল ইসলাম বলেন, তার স্ত্রী তাকে হুমকি দিচ্ছেন নিজের নামে সম্পত্তি লিখে না দিলে সন্তানদের হত্যা করবেন। সন্তানের নিরাপত্তার কথা চিন্তা করে তিনি তিন সন্তান নিয়ে ঢাকার রাস্তায় রাত যাপন করছেন। আরিফুল ইসলাম বলেন, সম্পত্তি লিখে না দেয়ায় শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে হাত মিলিয়ে আমার স্ত্রী জায়গা-জমি দখল করে নিতে চায়। আমার বাড়ি ভাঙচুর করে এলাকা থেকে বিতাড়িত করে দিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।