Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাল মুক্তি পাচ্ছে ‘জাগ্গা জাসুস’

| প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বলিউডের দুটি ফিল্ম মুক্তি পাচ্ছে আগামীকাল। প্রথমটি দিনের জন্য নির্ধারিত ‘জাগ্গা জাসুস’ অন্যটি ‘শাব’।
মিউজিকাল অ্যাডভেঞ্চার রোমান্টিক কমেডি ফিল্ম ‘জাগ্গা জাসুস’ মুক্তি পাচ্ছে ওয়াল।ট ডিজনি পিকচার্স এবং পিকচার শুরু প্রডাকশন্সের ব্যানারে। সিদ্ধার্থ রায় কাপুর চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন। অনুরাগ বসু পরিচালিত চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রণবীর কাপুর, ক্যাটরিনা কাইফ, গোবিন্দ. আদাহ শর্মা, সায়ানি গুপ্ত, শাশ্বত চ্যাটার্জি, সৌরভ শুক্লা এবং অতিথি ভূমিকায় শাহরুখ খান। সঙ্গীত পরিচালনা করেছেন প্রীতম চক্রবর্তী। কেন্দ্রীয় চরিত্রটি তোতলা বলে গান গেয়ে সে তার ভাব প্রকাশ করে আর সে জন্য এতে গানের সংখ্যা ২০। এক তরুণের গল্প যে শৈশব থেকে তার হারিয়ে যাওয়া বাবাকে খুঁজছে।
থ্রিলার চলচ্চিত্র ‘শাব’ মুক্তি পাচ্ছে অ্যান্টিলক ফিল্মস এবং ডবিøউএসজি পিকচার্সের ব্যানারে। সঞ্জয় সুরি এবং অনির ফিল্মটি প্রযোজনা করেছেন। অনিরের পরিচালনায় অভিনয় করেছেন আশিস বিশ্ট, অর্পিতা চ্যাটার্জি, আরিজ গান্ধি, সঞ্জয় সুরি এবং রাবিনা ট্যান্ডন। সঙ্গীত পরিচালনা করেছেন বিবেক ফিলিপ এবং মিথুন। এই ফিল্মটি ২৯ জুন মুক্তি পাবার কথা ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ