Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘মম্’ সন্তোষজনক আয় করছে

| প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

সালমান খানের ‘টিউবলাইট’ আশানুরূপ আয় করতে পারেনি। এই সুবিধাটি কাজে লাগান যেতো। এদিকে একই দিন হলিউডের ‘স্পাইডার-ম্যান : হোমকামিং’ ফিল্মটি মুক্তি পেয়ে গেলে। তাতেই যেন পিছিয়ে পড়েছে ‘মম্’। নির্মাণ আর পারফর্মেন্স যথেষ্ট প্রশংসাযোগ্য হলেও সাধারণ দর্শকদের টানার মত উপাদান নেই বলেই ফিল্মটি পিছিয়ে পড়েছে, তবে একেবারে যে পিছিয়ে পড়েছে তাও নয়। একই দিন মুক্তিপ্রাপ্ত ‘গেস্ট ইন লন্ডন’ আয়ে আরও কিছুটা পিছিয়ে । সার্বিকভাবে হলিউডের ফিল্মটি এগিয়ে আছে।
রবি উদয়াভার পরিচালিত ‘মম্’ ফিল্মটিতে অভিনয় করেছেন শ্রীদেবী, সাজাল আলি, নেওয়াজউদ্দিন সিদ্দিকি, আদনান সিদ্দিকি, অভিমন্যু শেখর সিং, বিকাস ভার্মা এবং সুশান্ত সিং। সঙ্গীত পরিচালনা করছেন এ. আর. রহমান। শুক্রবার থ্রিলার ফিল্মটি আয় করেছে ২.৯ কোটি রুপি। শনিবার ফিল্মটির আয় এক লাফে পৌঁছে ৫.০৮ কোটি রুপিতে। রবিবারের ৬.৫ কোটি রুপি আয়ে সপ্তাহান্তে আয় হয়েছে ১৪.৪৮ কোটি রুপি। সোমবার ফিল্মটি আয় ২.৫২ কোটি রুপি।
অশ্বিনী ধির পরিচালিত কমেডি ফিল্ম ‘গেস্ট ইন লন্ডন’-এ অভিনয় করেছেন কার্তিক আরিয়ান কৃতি খারবান্দা, পরেশ রাওয়াল, তন্বী আজমি এবং সঞ্জয় মিশ্র। প্রথম দিন চলচ্চিত্রটি আয় করেছে ১.২৫ কোটি রুপি। শনিবার আর রবিবারে আয় যথাক্রমে ১.৭৫ কোটি রুপি এবং ২ কোটি রুপি। সপ্তাহান্তের আয় ৫ কোটি রুপি। সোমবারের আয় ০.৭৫ কোটি রুপি।
গত শুক্রবারে মুক্তিপ্রাপ্ত ‘বাবুজি এক টিকেট বাম্বাই’ এবং ‘দ্য ¯øাম স্টারস’ ফিল্মগুলোর কোনও তথ্য পাওয়া যায়নি।
গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ