Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড

মাগুরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৭, ৪:০০ পিএম

মাগুরায় স্ত্রী ও সন্তানকে হত্যার দায়ে আমিরুল ইসলাম (৩৭) নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার সকালে মাগুরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এই দণ্ডাদেশ দেন।

দণ্ডাদেশ পাওয়া আমিরুল ইসলাম মাগুরার মহম্মদপুর উপজেলার বেথুলিয়া চৌবাড়িয়ার ছোবহান মোল্লার ছেলে। রায় ঘোষণার সময় আসামি এজলাসে উপস্থিতি ছিলেন।

সরকারি কৌঁসুলি কামাল হোসেন জানান, আমিরুল ইসলাম ২০১১ সালের ৫ জুন তার স্ত্রী কবিতা খাতুনকে ইট দিয়ে আঘাত করে ও ছয় বছরের মেয়ে জামিলাকে গলা টিপে হত্যা করেন।
এ ঘটনার পরদিন আমিরুলের শ্বশুর রফিক মোল্লা বাদী হয়ে তার বিরুদ্ধে মাগুরা সদর থানায় হত্যা মামলা করেন। মামলা দায়েরের পরদিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আমিরুল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সাক্ষ্য-প্রমাণ সাপেক্ষে আসামিকে দোষী সাব্যস্ত করে আজ মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত।



 

Show all comments
  • Hira ১২ জুলাই, ২০১৭, ৮:৩১ পিএম says : 0
    Needs some of the real justice in the community so that peoples know the rules of law and obey it.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ