বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরিশাল ব্যুরো : বরিশাল বিএম কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুর রহমান সরদারকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে একজন সহকারী সচিবের বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে। আব্দুর রহমান সরদার জানিয়েছেন, ধার দেয়া টাকা ফেরত চাওয়ায় প্রবাসী মন্ত্রাণালয়ের সহকারি সচিব গোলাম মোস্তফা মুঠোফোনে তাকে প্রাণনাশ সহ চাকুরী ক্ষেত্রে ক্ষতি করারও হুমকি দিয়েছেন। এ ঘটনায় বরিশাল কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন আব্দুর রহমান।
সহকারী সচিব গোলাম মোস্তফা তার দূরসম্পর্কীয় আত্মীয়। ঢাকার আমিনবাজার এলাকায় ৩ শতাংশ জমি ক্রয় করার জন্য তাকে ২০১১ সালে ৬ লাখ ১৩ হাজার টাকা দেন। কিন্তু এ পর্যন্ত আব্দুর রহমানকে জমি কিংবা টাকা ফেরত দেওয়া হয়নি। গত ৬ জুলাই রাত পৌনে ৯টায় মুঠোফোনে টাকা ফেরত চাইলে সহকারী সচিব গোলাম মোস্তফা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ প্রাণনাশ এবং চাকুরিতে ক্ষতি করার হুমকি দেন বলে তিনি সাধারণ ডায়েরিতে উল্লেখ করেছেন,
তবে পুরো বিষয়টি অস্বীকার করে সহকারী সচিব গোলাম মোস্তফা সাংবাদিকদের বলেন, সহকারী অধ্যাপক আব্দুর রহমানের কাছে তিনি একটি সমিতির সদস্যপদ বিক্রি করেছেন। ওই সমিতির জমি ক্রয় করার জন্য আব্দুর রহমান সাড়ে ৪ লাখ টাকা প্রদান করেছেন। সমিতির আইনী প্রক্রিয়া শেষ না হওয়ায় এখনও তিনি জমি বুঝে পাননি। এতে অধৈর্য হয়ে আব্দুর রহমান তার কাছে টাকা ফেরত চাইছেন। এনিয়ে দুজনের মধ্যে কথাকাটি হয়েছে মাত্র।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।