Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লায় মুয়াজ্জিন পরিষদের অনুষ্ঠানে বক্তারা

| প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইমাম মুয়াজ্জিন নিয়োগে সরকারি প্রজ্ঞাপন চালুর দাবি
কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার : কুমিল্লা জেলা মুয়াজ্জিন কল্যাণ ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে নগরীর একটি রেস্তোরায় আয়োজিত আলোচনা সভায় বক্তারা ইমাম মুয়াজ্জিনদের নিয়োগের ব্যাপারে সরকারি যে প্রজ্ঞাপনটি ছিল তা পুনরায় চালুর দাবি জানান। বক্তারা আরো বলেন, মসজিদের মুয়াজ্জিনগণ কেবল আজান দেয়ার কাজেই নিয়োজিত থাকেন না। তারা ইমামের সহযোগী হিসেবে প্রায় সময় নামাজে ইমামতিও করে থাকেন। মুয়াজ্জিনগণের মধ্যে আলেমে দ্বীন এবং হাফেজও রয়েছেন। তারা মহান আল্লাহর প্রিয়পাত্র। দেশ ও জাতির কাছে তারা অত্যন্ত মর্যাদা সম্পন্ন ব্যক্তি। তাদের প্রতি আমাদের অবশ্যই সম্মান শ্রদ্ধাবোধ থাকতে হবে। মুয়াজ্জিনদের জীবনযাত্রার মানোন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে কুমিল্লা কান্দিরপাড় জামে মসজিদের মুয়াজ্জিন ও মুয়াজ্জিন কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি হাফেজ নূর মোহাম্মদ জামালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বদরপুর দরবার শরীফের পীর আল্লামা শাহ ইলিয়াছ সিদ্দিকী, কুমিল্লা জেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ হাফেজ মাওলানা আহসানুল করীম আল আযহারি, কান্দিরপাড় জামে মসজিদের সহ:পেশ ইমাম হাফেজ মাওলানা আমিনুল্লাহ, দৈনিক ইনকিলাবের কুমিল্লার স্টাফ রিপোর্টার সাদিক মামুন, ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার মাষ্টার ট্রেইনার মাওলানা নোমান আলমগীর প্রমুখ। মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মহাসচিব হাফেজ হুমায়ুন কবীর পাহাড়পুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা আল আমীন, ক্বারি আব বাকার, হাফেজ মো. কামরুজ্জামান, হাফেজ আলী আহমেদ, মাওলানা আমীর হোসেন, হাফেজ সফিকুল ইসলাম, হাফেজ আবদুল গাফফার, মাওলানা আবদুল মান্নান, হাফেজ জামাল উদ্দিন, হাফেজ বেলাল হোসেন, হাফেজ মাওলানা নুরুল ইসলাম, হাফেজ মাহবুব আলম, হাফেজ আজিজুল হক মুন্না, হাফেজ আবুল কাশেম, হাফেজ সাইফুল ইসলাম, হাফেজ আশরাফ আলী খান, হাফেজ সামসুল হক, হাফেজ সেকান্দর আলী, হাফেজ নাসির উদ্দিন, হাফেজ নুরুল ইসলাম, হাফেজ আলী আশ্রাফ, হাফেজ ওমর ফারুক প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ