বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরিশাল ব্যুরো : ‘পুলিশ কর্মকর্তার সঙ্গে মাদক বিক্রেতার গভীর সখ্য-ফোনালাপের তথ্য ফাঁস’ শিরোনামে গত ৪ জুন স্থানীয় বিভিন্ন দৈনিক পত্রিকা ও অনলাইনে সংবাদ প্রকাশের পর পুলিশ প্রশাসন থেকে সর্বমহলে ব্যাপক তোলপাড় হবার মধ্যেই জেলার গৌরনদী সার্কেলের সহকারি পুলিশ সুপার রেজাউল করিমকে অন্যত্র বদলী করা হয়েছে। তার বদলীয় খবর সোমবার ছড়িয়ে পরায় স্থানীয় জনমনে স্বস্তি নেমে আসে। নাম প্রকাশ না করার শর্তে নির্ভরযোগ্য একটি গোয়েন্দা সূত্রে জানা গেছে, প্রকাশিত সংবাদের সূত্র ধরে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আইন প্রয়োগকারী সংস্থার তিনটি দল অতিগোপনে তদন্ত করে প্রকাশিত সংবাদের সত্যতা পান। তদন্তকারী দলের রিপোর্টের ভিত্তিতে পুলিশ হেড কোয়ার্টার্সের এক আদেশে এএসপি রেজাউল করিমকে বরিশালে ১০ম এপিবিএনে বদলী করা হয়।
গৌরনদী মডেল থানা পুলিশ মাদক বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করে দুইমাসে চার শতাধিক মাদক বিক্রেতাকে গ্রেফতার করে। পুলিশের গ্রেফতার আতঙ্কে আত্মগোপনে থাকা এক প্রভাবশালী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে গিয়ে এএসপি রেজাউল করিমের রোষানলে পরে থানার এক দারোগা। এএসপি মোবাইল ফোনে রাসেল প্যাদা নামের ওই মাদক বিক্রেতাকে হয়রানী না করার জন্য থানার দারোগাকে শাশিয়ে তা আবার সেল ফোনের মাধ্যমেই রাসেল প্যাদাকে শোনান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।