Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউরোপে প্রতিমন্ত্রী রাঙ্গাঁর নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদল

| প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

দেশের দুগ্ধ উৎপাদন বৃদ্ধি বিষয়ক প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন
স্টাফ রিপোর্টার : এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁর নেতৃত্বে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ৬ সদস্যের একটি প্রতিনিধিদল দশ দিনব্যাপী নেদারল্যান্ড, জার্মানী, ডেনমার্ক ও সুইডেন এর বিভিন্ন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করেন। এ সময় মতবিনিময়কালে রাঙ্গাঁ দুগ্ধ সমবায় সমিতির কার্যক্রম বিস্তৃতকরণের মাধ্যমে বৃহত্তর ফরিদপুর ও বরিশাল জেলার দারিদ্র হ্রাসকরণ ও আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্প, গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র্যতা হ্রাসে চলমান একটি বাড়ি একটি খামার প্রকল্প, দুগ্ধ খাতের উন্নয়ন ও পল্লী জনপদসহ বিভিন্ন প্রকল্পের সুফল ও উপকারভোগীদের বিষয় তুলে ধরেন। এসব প্রকল্পের মাধ্যমে দেশগুলোতে কিভাবে গবেষণা কার্যক্রমে সহায়তা ও সুফল জনগণের দোর গোড়ায় পৌঁছানো যায় তা নিয়েও আলোচনা করেন। ইউরোপের বিভিন্ন প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিগণ দেশগুলোর পল্লী উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, খাদ্য, পুষ্টি ও দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মকৌশল বিষয়ে আলোকপাত করেন। তারা তাদের গবেষণা কর্মদ্বারা কিভাবে বাংলাদেশকে তাত্তি¡ক ও ব্যবহারিকভাবে উপকৃত করা যায় সেসব বিষয় তুলে ধরেন। গত ৩ জুলাই হতে সফররত প্রতিনিধিদলটি ইউরোপের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন শেষে আজ বুধবার (১২ জুলাই) ঢাকায় ফিরবেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ