Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এনসেল’র নতুন এমডি সুরেন জে. আমারাসেকারা

| প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : নেপালের শীর্ষ জিএসএম মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান এনসেলের নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে সম্প্রতি নিয়োগ পেয়েছেন সুরেন জে. আমারাসেকারা। অন্যদিকে আজিয়াটার হেড অফিসে সাউথ এশিয়া অপারেশন বিভাগে যোগ দেবেন পূর্ববর্তী ম্যানেজিং ডিরেক্টর সিমন জন পারকিনস। আমারাসেকারা এনসেলের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সন্তুষ্টি প্রকাশ করেছে এনসেলের বোর্ড অব ডিরেক্টরস। ভারত, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও সিঙ্গাপুরের বৈশ্বিক মানসম্পন্ন টেলিযোগাযোগ কোম্পানিতে অভিজ্ঞতা থাকায় তার নেতৃত্বে এনসেল নতুন মাইলফলক অর্জন করবে এবং নেপালের সামগ্রিক অগ্রগতির লক্ষ্যে ডিজিটাল সেবার আরো প্রসার ঘটবে বলে বোর্ড আশাবাদী। বিদায়ী ম্যনেজিং ডিরেক্টর সিমন পারকিনসের নেতৃত্বে এনসেলে বড় ধরণের অগ্রগতি এসেছে বলে তাকে ধন্যবাদ জানিয়েছে বোর্ড অব ডিরেক্টরস। এনসেলের নতুন ম্যানেজিং ডিরেক্টর সুরেন জে. আমারাসেকারা বলেন, এনসেলে যোগ দেয়ার পর অপারেটরটিকে একটি জনপ্রিয় ব্র্যান্ডে পরিণত করা এবং ডিজিটাল নেপাল গড়ে তোলার রূপকল্প বাস্তবায়নে সহযোগী ভূমিকা পালনের পাশাপাশি এশিয়াকে এগিয়ে নিতে আজিয়াটার লক্ষ্য বান্তবায়নে কাজ করে যাওয়ার স্বপ্ন দেখছি আমি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ