Inqilab Logo

সোমবার, ০৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

দীর্ঘ বিজ্ঞাপনে ব্যান্ডদল চিরকুট

প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১২:০৭ এএম, ১২ জুলাই, ২০১৭

বিনোদন রিপোর্ট: টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া- বাংলাদেশের দৃষ্টিনন্দন জায়গাগুলো নিয়ে তৈরি হয়েছে গাজী টায়ারসের বিজ্ঞাপন এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ৪ মিনিট ব্যাপ্তির বিজ্ঞাপনটির জন্য গান তৈরি করেছে জনপ্রিয় ব্যান্ড চিরকুট। এতে কণ্ঠ দিয়েছেন সুমি আর লিখেছেন হাসিব হাসান চৌধুরী। বলা হচ্ছে, বাংলাদেশের ইতিহাসে অন্যতম দীর্ঘ টেলিভিশন কমার্শিয়াল হবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এর শুটিং হয় ২১টি লোকেশনে। পরিচালনা করেছেন আসফাকুজ্জামান বিপুল, ক্যামেরায় তুহিন তামিজুল, নির্মিত হয়েছে খেলনা ছবি এবং এজেন্সি ডটক্রিয়েট লিমিটেডের ব্যানারে। নির্মাতা বিপুল জানান, প্রথমবারের মতো বাংলাদেশের কোনো টেলিভিশন কমার্শিয়ালকে কেন্দ্র করে ডিজিটাল ক্যা¤েপইন শুরু করা হয়েছে। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ গানটি খালি গলায় ভিডিও রেকর্ড করে ফেসবুক থেকে আপলোড করার আহŸান জানানো হয়েছে। ফেসবুক ভোটিং ও বিচারকদের নাম্বারের উপর ভিত্তি করে ৩ জন বিজয়ীকে ফাইভ স্টার হোটেলে চিরকুট ও সুমির সাথে ডিনারের সুযোগ দেওয়া হবে। ভিডিও আপলোডের শেষ তারিখ ১৬ জুলাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ