Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাচের ফিল্মে কাজ করা ছিল ভীতিকর -নেওয়াজউদ্দিন সিদ্দিকি

| প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

জটিল আর বহুমাত্রিক চরিত্র রূপায়নে নেওয়াজউদ্দিন সিদ্দিকির জুড়ি নেই কারণ এমন কাজ তিনি অনায়াসে করেন, কিন্তু ‘মুন্না মাইকেল’ ফিল্মে তিনি যখন একজন নর্তকে রূপান্তরিত হন সেই অভিজ্ঞতাকে তিনি ‘ভীতিকর’ বলে উল্লেখ করেন।
তিনি বলেন, “চলচ্চিত্রটিতে নাচা ছিল এক ভীতিকর অভিজ্ঞতা। আমার নাচের দক্ষতা নিয়ে আমি বেশ সন্দিহান বলে নাচতেই চাইনি। কিন্তু পরিচালক সাব্বির খান জোর করেছেন।”
৪৩ বছর বয়সী অভিনেতাটিকে চলচ্চিত্রটিতে টাইগার শ্রফের সঙ্গে প্রতিযোগিতা করতে হয়েছে। তবে টাইগার নাচে দক্ষ বলে তার সঙ্গে তাল মেলাতে নেওয়াজের বেগ পেতে হয়েছে।
‘গ্যাংস অফ ভাসিপুর’ তারকাটি বলেন, “টাইগার অসাধারণ নর্তক, তার চেয়ে ভাল করা কঠিন। তবে আমি অনেক রিহার্স করেছি এবং পরে নাচ করা উপভোগও করেছি।”
তিনি জানান কাউকে মুগ্ধ করার চাইতে তিনি তার দক্ষতার ওপর বেশি মনোযোগী ছিলেন।
নেওয়াজের সঙ্গে কাজ করা সম্পর্কে টাইগার বলেন, “নেওয়াজের সঙ্গে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমি ঘাবড়ে গিয়েছিলাম। তিনি অসাধারণ অভিনেতা। তাকে পর্যবেক্ষণ করে অনেক শিখেছি।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ