রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা : শিশু গৃহকর্মী আমেনা আক্তারকে (১০) নির্যাতনকারী আফরোজা বেগমকে গতকাল মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদ খান চৌধুরী জানান, সদর উপজেলার ধলিয়া ইউনিয়নে আফরোজা বেগমের আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি ফেনী শহরের স্টেডিয়াম এলাকায় নুরীয়া মসজিদেও পেছনে আফরোজা ম্যানশনের বাসিন্দা। এদিকে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন আমেনা আক্তারের উন্নত চিকিৎসার দায়িত্ব নিতে চান ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল বশর মজুমদার তপন। তিনি দৈনিক ইনকিলাবকে জানান, আমেনার পরিবার চাইলে তাকে ঢাকায় নিয়ে আমি উন্নত চিকিৎসা করতে ইচ্ছুক। তার চিকিৎসার সকল দায়-দায়িত্ব আমি নেব। এ ঘটনায় গৃহকর্ত্রী আফরোজা বেগমকে আসামী করে গত সোমবার শিশু আমেনার ফুফু টুনি বেগম ফেনী সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি দায়ের করে। পুলিশ ও হাসপাতাল ও পারিবারিক সুত্র জানায়, গত শনিবার সন্ধ্যায় ফেনী শহরের হাসপাতাল সড়কের একাডেমি নুরীয়া মসজিদের সামনের এক শিশুকে কান্নাকাটি করতে দেখেন জনৈক পথচারী মিজানুর রহমান। তিনি শিশুটির কান্নার কারণ ও পিঠের দগ্ধ ক্ষত দেখে তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেন। তার নাম আমেনা আক্তার (১০)। বাবার নাম আবুল কাশেম, মায়ের নাম শেফালী বেগম। বাড়ি ফেনীর পরশুরামের বিলোনীয়া এলাকায়। দারিদ্রতাসহ বিভিন্ন কারনে শিশু আমেনার বাবা-মার মধ্যে স¤পর্ক ছাড়াছাড়ি হয়ে গেছে। গৃহকর্ত্রীর গরম পানিতে পিঠের দগ্ধ ক্ষত নিয়ে ফেনী হাসপাতালে যন্ত্রনায় কাতরাচ্ছে আমেনা আক্তার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।