Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আড়াইহাজারে রিকশা চালকের লাশ উদ্ধার

| প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

আড়াইহাজার উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাস্তার পাশের ডোবা থেকে ফাহিম (২২) নামে এক রিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে ভূলতা-আড়াইহাজার সড়কের দুপ্তারা ইউনিয়নের পাল্লা রাস্তা নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।
আড়াইহাজার থানার এসআই মোস্তাফিজ জানান, পাল্লা রাস্তার সালাউদ্দীনের চিংড়ি ঘের এলাকায় রাস্তার পাশে ডোবার পানিতে রিকশার নিচে চাপা পড়ে থাকা উক্ত লাশটি দেখে এলাকাবাসি পুলিশে সংবাদ দেন। পুলিশ ওই অবস্থা থেকে লাশটি উদ্ধার করে। নিহত ফাহিম উপজেলার মনোহরদী গ্রামের সাদিকুরের ছেলে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার মা হাসনারা জানান, সোমবার সকালে ফাহিম অটোরিকশা নিয়ে বের হয়। এর পর আর বাড়ি ফিরে আসেনি।
আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, ময়না তদন্তের আগে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ