Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

খুলনায় যুবলীগ কর্মী খুন

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৭, ৩:০০ পিএম

খুলনা মহানগরীর জোড়া-গেট এলাকায় সাইদুর রহমান হাওলাদার (২৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাইদ যুবলীগ কর্মী বলে জানা গেছে।
পুলিশ জানায়, নিহত সাইদ জোড়াগেটস্থ একটি চায়ের দোকানে বসে ছিল। এসময় ৩/৪ জন দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে মাদক কেনাবেচা নিয়ে শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, নিহত সাইদ নগরীর ৭নং ঘাট এলাকার বাসিন্দা সেলিম হাওলাদারের ছেলে। মাদক সংক্রান্ত বিষয় নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তিনি জানান।
এ বিষয়ে সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস বলেন, সাইদকে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীরাই কুপিয়ে হত্যা করেছে। সে যুবলীগের রাজনীতির সাথে জড়িত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ