বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চকরিয়ায় পাহাড় ধসে ১১ বসতঘর মাতামুহুরী নদীতে বিলীন হয়েছে। অব্যাহত ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যার তাণ্ডবে কক্সবাজারের বিভিন্ন এলাকায় নদী ভাঙ্গন ও পাহাড় ধসের ঘটনা ঘটছে। এতে কোন কোন স্থানে ঘর বাড়ি বিলীন হচ্ছে নদীতে। আবার পাহাড় ধসে ঘটছে নানা দুর্ঘটনা।
চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ছোট ভেওলাস্থ মাতামুহুরী নদীর লোপ কাটিং এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ওইসময় পাহাড়ি ঢলের প্রভাবে নদীর পানির প্রবল ধাক্কায় ওই এলাকার পাহাড়ে অবস্থিত ১১টি বসতঘর মুর্হতে নদীতে তলিয়ে যায়। ক্ষতিগ্রস্ত এসব পরিবার খোলা আকাশের নীচে পলিথিনের তাবু টাঙ্গিয়ে তাতে দিন কাটাচ্ছে।ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের পক্ষ থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন বিষয়টি নিয়ে ইতোমধ্যে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে লিখিতভাবে অবহিত করেছেন বলে জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।