বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঈশ্বরদী উপজেলা সংবাদদাতা : দাশুড়িয়া পল্লী বিদ্যুতের উদাসিনতায় ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারি মাথাল পাড়ায় মাঝে মধ্যেই ঘটছে ছোট খাট দুর্ঘটনা। পল্লী বিদ্যুতের মেইন লাইনের তার বাড়ি, টিনের বেড়া এবং বাঁশ ঝাড়ের মধ্যে পড়ে থাকায় দুর্ঘটনায় পড়ছে মানুষ, গরু, ছাগল, শিয়াল, কুকুর ও বিড়াল। গতকাল দুপুরে বাঁশ কাটতে গিয়ে শর্ট সার্কিটে দুই জন আহত হয়েছেন। বারং বার দাশুড়িয়া পল্লী বিদ্যুৎ অফিসে জানানোর পরেও তারা কোন প্রকার পদক্ষেপ নেয়নি বলে জানিয়েছেন এলাকাবাসি।
এলাকাবাসী অভিযোগে জানান, চরমিরকামারি মাথাল পাড়ায় দাশুড়িয়া পল্লী বিদ্যুতের একটি পুলের মেইন লাইন বাড়ি, টিনের বেড়া এবং বাঁশ ঝাড়ের মধ্যে দীর্ঘ দিন পড়ে থাকায় দুর্ঘটনায় পড়ছে মানুষ, গরু, ছাগল, শিয়াল, কুকুর ও বিড়াল। পল্লী বিদ্যুৎ অফিসে কারেন্টের তার অপসারনের জন্য বারং বার বলা হলেও তারা এদিকে নজর দিচ্ছেন না। এবিষয়ে দাশুড়িয়া পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ আশরাফ উদ্দিনকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, এমন ঘটনা আমার জানা নেই। বিষয়টি এ যাবৎ পর্যন্ত কেউ আমাকে অবগত করেন নি। আমি এখনই জানতে পেলাম লোক পাঠিয়ে দ্রæত ব্যবস্থা নিচ্ছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।