Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউ.আই.ইউ তে প্রথম জাতীয় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের উদ্যোগে ইন্টার স্কুল/কলেজ পর্যায়ে প্রথম জাতীয়
রচনা প্রতিযোগিতা ইউ আই ইউ মিলনায়তনে আজ অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতার বিষয় ছিল “পদ্মা সেতুর সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব”। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার জনাব হাবিব আবু ইব্রাহিমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)-এর ডিস্টিংগুইস্ড ফেলো প্রফেসর মুস্তাফিজুর রহমান। তিনি বলেন- পদ্মা সেতু বাংলাদেশ কে একটি উন্নত দেশে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশের সেরা ৪৬টি স্কুল/কলেজ থেকে ১০৭ জন শিক্ষার্থী এতে অংশ গ্রহণ করে। এদের মধ্য থেকে ১০ জনকে চুড়ান্ত পর্যায়ে মনোনয়ন দেওয়া হয়। পুরস্কার হিসাবে চ্যাম্পিয়নকে ৫০,০০০/- টাকা এবং ১ম রানার আপকে ৩০,০০০/- টাকা এবং ২য় রানার আপকে ২০,০০০/- টাকার চেক তুলে দেওয়া হয়। অর্থনীতি বিভাগ অনুষ্ঠানে এই প্রতিযোগীতা প্রতি বছর-ই আয়োজন করার ঘোষণা দেয়।চ্যাম্পিয়ন - মোঃ কাফ শাহরিয়ার, ফৌজদারহাট ক্যাডেট কলেজ ১ম রানার আপ - ফওজিয়া ফারিহা, ফেনী গার্লস ক্যাডেট কলেজ ২য় রানার আপ - মোঃ সিব্বির রায়ান প্রত্যয়, ফৌজদারহাট ক্যাডেট কলেজ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের প্রধান, অধ্যাপক, শিক্ষক, কর্মকর্তা, অভিভাবকসহ ছাত্রছাত্রীবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ