Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারত পাকিস্তান থাকলেও জিএসপির তালিকায় নেই বাংলাদেশ

| প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : ট্রাম্প প্রশাসনের নতুন অগ্রাধিকারমূলক বাজার সুবিধা জিএসপির তালিকায় নেই বাংলাদেশের নাম। ২০১৩ সালে ওবামা প্রশাসন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশী পণ্যের জিএসপি সুবিধায় স্থগিতাদেশ দিয়েছিল। স¤প্রতি যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় বার্ষিক পর্যালোচনা শেষে জিএসপি সুবিধা প্রাপ্ত দেশগুলোর নাম ও পণ্যের নামের তালিকা নতুন করে প্রকাশ করে। যেখানে নেই বাংলাদেশের নাম। অন্যদিকে সুবিধা পাওয়া দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ব্রাজিল, একুয়েডর, তুরস্ক, পাপুয়া নিউগিনি, মিসর ও কাজাখস্থান। নতুন জিএসপি কার্যক্রমের আওতায় ১ জুলাই থেকে সুবিধা পাচ্ছে দেশগুলো। ২০১৩ সালে রানা প্লাজা ধসের পর বাংলাদেশের কর্ম পরিবেশের দুর্বলতার কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের সুবিধাটি স্থগিত করা হয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ