বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ এডভোকেট ড. আব্দুল্লাহ আল নাসের মন্ত্রীসভার প্রতি সম্মান রেখে হজযাত্রীদের বর্ধিত অযৌক্তিক বিমান ভাড়া প্রত্যাহার করার দাবী জানিয়েছেন । তিনি বলেছেন, বিমানের এমডি মন্ত্রীসভাকে অবজ্ঞা করে মূলত আইনগত অপরাধ করেছেন । হজ ফ্লাইটের মাত্র ২০ দিন আগে বিমান ভাড়া বাড়ানো সম্পূর্ণ বেআইনী । ড. আব্দুল্লাহ আল নাসের বলেছেন, গত ৩০ জানুয়ারী ২০১৭ সালের হজ প্যাকেজ অনুমোদন দেয় মন্ত্রীসভা । এতে হজযাত্রীদের বিমান ভাড়া ধরা হয় ১ লাখ ২৪ হাজার ৭২৩ টাকা ২১ পয়সা । আগামী ২৪ জুলাই বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হবে । এর মাত্র ২০দিন আগে ৪ জুলাই হঠাৎ করেই মন্ত্রীসভার সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হাজীদের পরিবহনকারী বাংলাদেশ বিমান হজযাত্রী প্রতি ২৮৬৭ টাকা বাড়িয়ে টিকেটের মূল্য ঘোষণা করে । যা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীরও জানান না। ড. আব্দুল্লাহ আল-নাসের অবিলম্বে অবৈধ ঘোষিত বিমানের অতিরিক্ত ভাড়া প্রত্যাহারের ঘোষণা দেয়ার জোর দাবী জানিয়েছেন। ড. আব্দুল্লাহ আল নাসের বলেছেন, প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে দেশের আর্থসামাজিক অবস্থার উন্নতি হওয়ায় হজযাত্রীর সংখ্যা বেড়েছে । আর হজযাত্রীর সংখ্যা বাড়ার কারণে লুটেরাদের সুযোগ হয়েছে অযৌক্তিকভাবে বিমান ভাড়া বাড়িয়ে কোটি কোটি টাকা অসৎ উপায়ে অর্জনের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।