Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

গৃহকর্মীর পাশে দাঁড়ালেন মৌসুমী হামিদ

| প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: গৃহকর্মীকে নির্যাতনের হাত থেকে বাঁচালেন অভিনেত্রী মৌসুমী হামিদ। গত ৬ জুলাই মৌসুমী হামিদ উত্তরায় একটি শূটিং হাউসে নাটকের শূটিং করছিলেন। এ সময় একটি বাচ্চা মেয়ের কান্না শুনতে পান। কৌতুহলী হয়ে বারান্দায় গিয়ে বাচ্চাটিকে এক নারীসহ দেখতে পান। কান্নার কথা জিজ্ঞেস করলে মহিলা অস্বীকার করেন। কিন্তু বাচ্চাটি জানায় সে ওই বাসায় কয়েকমাস ধরে কাজ করে। তাকে প্রায়ই শারীরিক নির্যাতন করা হয়। এ সময় মৌসুমী হামিদ ফেসবুক লাইভে ছিলেন। লাইভেই ওই মহিলার সাথে তার তর্কাতর্কি হয়। ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। বিষয়টি তিনি উত্তরা পশ্চিম থানাকে জানান। তবে নির্যাতনের বিষয়টি পুলিশের কাছে অস্বীকার করে শিশুটি। মৌসুমী বলেন, শিশুটি অস্বীকার করায় কাউকে গ্রেফতার করতে পারেনি। ওই মহিলা গ্রেফতার হলে ভালো লাগত। তিনি জানান, কেউ গ্রেফতার না হলেও পুলিশ ঐ মহিলার কাছ থেকে মুচলেকা নেয়। শিশুটির কোন ক্ষতি হলে এর দায়ভার ওই নারী নিতে বাধ্য থাকবেন। মৌসুমী বলেন, মানুষকে দেখানোর জন্য কিছু করি নাই। যা করেছি নিজের বিবেকবোধ ও মনুষ্যত্ব থেকে। আমরা প্রত্যকে প্রত্যকের জায়গা থেকে এসব নির্যাতনের প্রতিবাদ করলে সমাজ থেকে এসব কমে যাবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ