Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৭, ৪:২৪ পিএম

লক্ষ্মীপুরের রায়পুরে নুর নবী নামের এক ডেকোরেটর ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ সোমবার ভোর রাতে পৌর শহরের প্রধান সড়কের আমিন কমপ্লেক্সে ওই ব্যবসায়ীর ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত নুরনবী চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকার মৃত ইউনুছ মিয়ার ছেলে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ব্যবসায়ী নুরনবী’র মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের ডেকো-রেটরে ২ কর্মচারীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘ ২২ বছর ধরে ব্যবসায়ী নুর নবী রায়পুর পৌর শহরে বিসমিল্লাহ ডেকোরেটর নামের একটি প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিল। ব্যবসায়িক কাজে মাঝে মধ্যে সে রায়পুরে ভাড়া বাসায় একা থাকত। গতরাতে নুর নবী ব্যবসায়ীক কাজে তার ওই বাড়া বাসায় রাত্রি যাপন করে। সকাল সাড়ে ১০টার দিকে দোকানের কর্মচারীরা তাকে ফোন করে মোবাইল বন্ধ পায়। পরে তার বাসায় গিয়ে কোন সাড়া না পেয়ে দরজার তালা ভেঙ্গে ভিতরে ঢুকে নুর নবী’র গলা কাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চাকমা জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।



 

Show all comments
  • ১০ জুলাই, ২০১৭, ৮:৫২ পিএম says : 0
    এই শেখ হাসিনা সরকার ওবায়দুল কাদের এবং কা্মাল সাহেব কে ও পুলিশ বাহিনী কে ধন্যবাদ এবারের ঈদে সুন্দরভাবে বাডি যাওয়া রাস্তায় কোন জ্যম ছিলনা
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ