বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুর সিটি কর্পোরেশনের নাওজোর এলাকায় অটোরিকশা হযরত আলী(৬৫) নামে এক গ্যারেজ মালিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে জয়দেবপুর থানার এসআই আল আমিন জানান, হযরত আলী নিজেই দুইজন কর্মচারী নিয়ে পরিচালনা করতেন। রোববার দিবাগত রাত একটার দিকে হযরত আলী গ্যারেজের টিনের ছাপড়া ঘরে ঘুমিয়ে পড়েন ও তার কর্মচারী সজিব ও রায়হান পাশের চাকা মেরামতের দোকানে ঘুমাতে যায়।
সোমবার সকাল ৮টার দিকে আলম নামের এক বেবি চালক গ্যারেজে থাকা তার বেবীটি নিতে আসলে তিনি হযরত আলীকে গ্যারেজের সামনে ধর্নার সঙ্গে ফিতা জাতীয় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এসময় তিনি আরও বলেন, লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন ছিল না। এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।
এদিকে নিহতের ভাই ওসমান আলী জানান, হযরত আলীর কোন শত্রু ছিল না এবং পারিবারিক ভাবেও কারো সাথে কোন ঝগড়া ঝাটি হয়নি। তিনি সহজ সরল জীবনযাপন করতেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।