Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় বাথরুমে নারীর গলাকাটা লাশ

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৭, ৩:২০ পিএম

কুষ্টিয়ার মিরপুরের পোড়াদহে বাথরুম থেকে সাহেরা আক্তার (৬০) নামে এক মহিলার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার দুপুরে মিরপুর উপজেলার পোড়াদহ বাবুপাড়া এলাকার নিজ বাড়ির বাথরুম থেকে তার লাশ উদ্ধার করে। সাহেরা আক্তার ঐ এলাকার উম্মাদ আলীর স্ত্রী। তিনি দুই ছেলে ও এক মেয়ের জননী। তার স্বামী প্যারালাইসিস রোগে আক্রান্ত।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উম্মাদ আলীর বসতবাড়ির বাথরুম থেকে তার স্ত্রীর গলাকাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানান। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় ।

মিরপুর থানার (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে এখনি পরিষ্কার করে কিছু বলা সম্ভব হচ্ছে না। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ