বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের বিশাল অঙ্কের টাকা আত্মসাতের চাঞ্চল্যকর মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকের জামিন বাতিল করেছে সুপ্রিম কোর্টের আপীল বিভাগ। আজ সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের চিংড়ি খাতে অনিয়ম, দুর্নীতির অভিযোগের মামলায় অভিযুক্ত কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক রুহুল আমিন ও অতিরিক্ত জেলা প্রশাসক জাফর আলমের জামিন বাতিল করেছেন আপিল বিভাগ। আদালতে দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী শম রেজাউল করিম।
খুরশীদ আলম খান বলেন, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের চিংড়ি খাতের ক্ষতিপূরণ প্রকল্পে ভুয়া লোকজনের নামে প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের মামলায় পৃথকভাবে হাইকোর্ট দুই আসামিকে জামিন দিয়েছিলেন। এর বিরুদ্ধে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ সোমবার তাদের জামিন বাতিল করেছেন।
উল্লেখ্য,মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের চিংড়ি খাতের ক্ষতিপূরণ প্রকল্পে ভুয়া লোকজনের নামে প্রকল্প দেখিয়ে ২৩ কোটি টাকা আত্মসাৎ করা হয়। এই চক্রের অন্যতম হোতা মাতারবাড়ির রফিকুল ইসলাম প্রকাশ ভেন্ডার রফিক, জমির উদ্দীন ও কক্সবাজার থানা রোডের দোকানদার মৌলভী সেলিম। তবে নেপথ্যে থেকে আত্মসাতের নেতৃত্বে ছিলেন কক্সবাজারের তৎকালীন ডিসি ও এডিসি। ডিসি এডিসি জেল খাটলেও দালাল চক্রের ওই হোতারা এখনো রয়েছে ধরাছোঁয়ার বাইরে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।