Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বিতীয় দিনের মত অচল রাজশাহী সিটি কর্পোরেশন

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৭, ২:৪২ পিএম

বেতন-ভাতা বৃদ্ধিসহ বেশকিছু দাবি নিয়ে আন্দোলনের জের ধরে দ্বিতীয় দিনের মত রাজশাহী সিটি কর্পোরেশন অচল হয়ে পড়েছে।

আজ সোমবার দ্বিতীয় দিনের মত (রাসিক) আন্দোলনকারীরা। সকাল থেকেই ১১ দফা দাবিতে তারা নগর ভবনের প্রধান ফটকে তালা দিয়ে অবস্থান নেয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এতে করে রাসিকের কোনো কর্মচারি সকাল থেকে নগর ভবনের ভেতরে ঢুকতে পারেননি। আন্দোলনকারীরা নগর ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে নগর ভবনের সামনের সড়কে বসে বিক্ষোভ করছে।

রাসিক শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল শেখ বলেন, গেল বছরের ২৪ মে অর্থ মন্ত্রণালয়ের এক পরিপত্রে সিটি করপোরেশনের দৈনিক মজুরির ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত দক্ষ নিয়মিত কর্মচারিদের দৈনিক ৫০০ টাকা এবং অদক্ষ অনিয়মিত কর্মচারীদের প্রতিদিন ৪৫০ টাকা নির্ধারণ করা হয়। কিন্তু গেল এক বছরেও কর্পোরেশন কর্মচারিদের দৈনিক মজুরি বাড়ায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ