বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার কালিনগর মরা পাগলা এলাকায় ইয়াবা সেবনের অপরাধে ফয়সাল আহমেদ নামে পুলিশের এক এএসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার সকালে তাকে বরখাস্ত করা হয়।
এএসআই ফয়সাল আহমেদ চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাবের রেজা আহমেদ জানান, রোববার রাত ৯টার দিকে সদর উপজেলার কালিনগর মরা পাগলা এলাকায় কয়েকজন সহযোগীর সঙ্গে ইয়াবা সেবন করছিলেন এএসআই ফয়সাল। এসময় স্থানীয় লোকজন তাকে ধরে ফেলে।
পরে রাত ১১টার দিকে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।
এর আগেও বিভিন্ন অভিযোগের কারণে সম্প্রতি ওই এএসআইকে সদর মডেল থানা থেকে পুলিশ লাইনে ক্লোজ করা হয় বলে জানান ওসি।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, মাদক সেবন ও অনৈতিক কর্মকাণ্ডের কারণে এএসআই ফয়সাল আহমেদকে সোমবার চাকরি থেকে সাময়িক ররখাস্ত করা হয়েছে।
এমন অপকর্মের সঙ্গে পুলিশের কোনো সদস্য জড়িয়ে পড়লে সঙ্গে সঙ্গে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশ সুপার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।