Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাতকে যৌতুকলোভী স্বামীকে ধরিয়ে দিল স্ত্রী

| প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ছাতকে যৌতুকলোভী স্বামীকে পুলিশে ধরিয়ে দিল স্ত্রী। রোববার উপজেলার গোবিন্দগঞ্জ রেল গেইট থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আখলাকুর রহমান (৩০) উত্তর খুরমা ইউপির মৈশাপুর গ্রামের ফয়জুর রহমানের পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছৈলা-আফজাবাদ ইউপির বাগইন গ্রামের হাজি আব্দুল খলিকের মেয়ে রোমেনা বেগমকে ২০১৫সালের ২৫ডিসেম্বর আখলাকুর রহমানের কাছে বিয়ে দেয়া হয়। এরপর থেকে যৌতুকের জন্যে তার উপর অমানুষিক নির্যাতন শুরু করে। তার অব্যাহত নির্যাতন সহ্য করতে না পরে পিতার কাছ থেকে কয়েক দফা যৌতুক এনে দেয়। সর্বশেষ তার দাবির ৫লাখ টাকার মধ্যে ৫মে’ ২লাখ টাকা দেয়া হয়। আরো ৩লাখ টাকার জন্যে ১জুন তার উপর ব্যাপক অত্যাচার-নির্যাতন করে যৌতুকের টাকা নিয়ে আসার জন্যে পিত্রালয়ে পাঠিয়ে দেয়। পরে তাকে ছাতক হাসপাতালে চিকিৎসার থানায় লিখিত এজাহার দিলে পুলিশ তাকে গ্রেফতার করে। ছাতক থানার এসআই শামীম আহমদ জানান, স্ত্রীর উপর অব্যাহত নির্যাতনের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। এব্যাপর থানায় একটি মামলা রয়েছে বলেও তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ