Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদা না দেয়ায় নরসিংদীতে বাড়ীঘরে হামলার ঘটনায় মামলা

| প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : চাঁদা না দেয়ায় সন্ত্রাসী চাঁদাবাজরা বাড়ীতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে। চাঁদাবাজদের গুলিবর্ষণ, বোমা বিস্ফোরন ও এলোপাতারি মারধোরে মমতাজ বেগম (৫৫), নাছিমা বেগম (২৫), মাকসুদা (২০), সোহেল (২০) সহ কমবেশী ৬ জন নারী ও পুরুষ আহত হয়েছে। গত ৪ জুন নরসিংদী সদর উপজেলার করিমপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে। গতকাল রবিবার আহত মমতাজের পুত্র শামিম মিয়া বাদী হয়ে নরসিংদী অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছে। ঘটনার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, একই গ্রামের আজমীর ও মোয়াজ্জেম ওরফে লাল ভাই গং একটি পেশাদার চাঁদাবাজ বাহিনীর নেতা। তারা চাঁদাবাজী করেই জীবিকা নির্বাহ করে। এসব চাঁদাবাজ সন্ত্রাসীরা শামিম মিয়ার নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। শামিম চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চাঁদাবাজরা তার উপর মারাত্মক ক্ষিপ্ত হয়। গত ৪ জুন চাঁদাবাজ সন্ত্রাসী আজমীর ও মোয়াজ্জেমসহ ৬/৭ জনের একদল সশস্ত্র চাঁদাবাজ দল বন্দুক, ককটেল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শামিমের বাড়ীতে গিয়ে তাকে ডাকাডাকি করে না পেয়ে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ