Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জুয়া খেলায় বাঁধা দেয়ায় স্ত্রীকে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয়া অভিযোগ

| প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : জুয়া খেলায় বাঁধা দেওয়ায় এক পাষন্ড স্বামী স্ত্রীকে হত্যার পর লাশ ব্রহ্মপুত্র নদে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের জাহাজের আলগা গ্রামে। এ ঘটনায় ওই গৃহবধূর পিতা উলিপুর থানায় মামলা দায়েরের পর পুলিশ গৃহবধুর স্বামী সাদ্দাম হোসেন (৩২) কে আটক করেছে। তবে এখনও গৃহবধর কোন সন্ধান কিংবা লাশের সন্ধান পাওয়া যায়নি। পরিবার ও মামলার বিবরণে জানা যায়, ব্রহ্মপুত্র নদ দ্বারা বেষ্টিত উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের আক্কেল মামুদ গ্রামের আমজাদ হোসেনের কন্যা আনজামা বেগম (২৮) এর সঙ্গে সাহেবের আলগা ইউনিয়নের জাহাজের আলগা গ্রামের আনজের আলীর পুত্র সাদ্দাম হোসেনের ৯ বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পর থেকেই সাদ্দাম হোসেনের জুয়া খেলা ও অসামাজিক কাজে লিপ্ত থাকার প্রতিবাদ করলেই প্রায় সময় ওই গৃহবধুর উপর অমানুষিক নির্যাতন করে আসছিল।
গত মঙ্গলবার রাতে সাদ্দাম হোসেন জনৈক মহির মোল্লা টংঘরে মাটিকাটার শ্রমিকসহ জুয়া খেলতে গেলে দুই সন্তানের জননী ওই গৃহবধূ সেখানে উপস্থিত হয়ে স্বামীকে জুয়া খেলা থেকে নিবৃত্ত করার চেষ্টা করে। এ সময় স্বামী ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করে তাকে বাড়িতে পাঠিয়ে দেয়। রাতে বাড়িতে ফিরে স্ত্রী আনজামা বেগমকে মারপিট করে অজ্ঞাত স্থানে নিয়ে হত্যা করে লাশ ব্রহ্মপুত্র নদে ফেলে দেয় বলে গৃহবধূর পিতা আমজাদ হোসেন অভিযোগ করেন। এ ঘটনায় ওই গৃহবধূর পিতা আমজাদ হোসেন বাদী হয়ে গত শুক্রবার উলিপুর থানায় মামলা করেন। পুলিশ শুক্রবার রাতেই ওই গৃহবধুর স্বামী সাদ্দাম হোসেনকে আটক করে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ এস কে আব্দুল্যা আল সাইদ জানান, আটককৃত আসামি সাদ্দাম হোসেনকে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং বিস্তারিত তথ্য জানার জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ