বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : মেডিকেল এডুকেশন বোর্ড চালুসহ ৫ দফা দাবি জানিয়েছে বেকার অ্যান্ড প্রাইভেট সাভির্সেস মেডিকেল টেকনোলোজিস্ট অ্যাসোসিয়েশন (বিপিএসএমটিএ) ও বাংলাদেশ বেকার ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন ( বিবিডিপিএ) নামের দু’টি সংগঠন।
গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধনে বিপিএসএমটিএ-এর সভাপতি মো. শফিকুল ইসলাম বলেন, অবিলম্বে ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড চালু করতে হবে। নিয়োগ বিধি সংশোধন করে বেকার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের সরকারি চাকরিতে নিয়োগ ও নতুন পদ সৃষ্টি করাসহ কারিগরি শিক্ষাবোর্ড পরিচালিত মেডিকেল টেকনোলজি ও ফার্মাসি কোর্স অবিলম্বে বন্ধ করতে হবে।
বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ ও ফার্মেসি কাউন্সিল পরিচালিত মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি কোর্স আগের মতো ৪ বছর করা এবং বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পদে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ ও ফার্মেসি কাউন্সিলের সনদধারীদের নিয়োগের নীতিমালা দ্রæত বাস্তবায়ন করার দাবি জানান।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, বিবিডিপিএ-এর সভাপতি জহিরুল ইসলাম, সংগঠনের কেন্দ্রীয় নেতা শেখ সাদী, নুরুল ইসলাম, সাকিল উদ্দীন, আফরোজ আলী, আব্দুল জলিল প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।