বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : পুলিশের গুলিতে আহত হয়ে ধরা পড়েছে নরসিংদী শহরের কুখ্যাত ডাকাত দেলোয়ার হোসেন দেলু। গতকাল রোববার নরসিংদী-মদনগঞ্জ সড়কের ৫ নং ব্রীজ এলাকা থেকে নরসিংদী থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে। এব্যাপারে পুলিশের পক্ষ থেকে দেয়া এক প্রেস নোটে জানানো হয়েছে নরসিংদী থানার মামলা নং ১০(২)২০১৭, ধারা ৩৯৫, ৩৯৭’র ১ আসামীর ১৬৪ ধারার জবানবন্দীতে প্রকাশিত তথ্য অনুযায়ী থানা পুলিশ জানতে পারে যে, নরসিংদী শহরের কুখ্যাত ডাকাত দেলোয়ার হোসেন দেলু মদনগঞ্জ রোডের ৫ নং ব্রীজ এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী নরসিংদী থানা পুলিশের একটি সশস্ত্র দল ঘটনাস্থলে পৌছলে ডাকাত দেলোয়ার হোসেন দেলুসহ তার সতীর্থ ডাকাতরা দৌড়ে পালাতে শুরু করে। এ অবস্থায় পুলিশ তাদেরকে ধাওয়া করলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এ অবস্থায় পুলিশ জান মাল ও সরকারী মালামাল রক্ষার্থে শটগান থেকে ২ রাউন্ড সীসা গুলি ও ২ রাউন্ড রাবার বুলেট ফায়ার করে। এতে ডাকাত দেলু গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে পুলিশ তাকে আটক করে। পরে পুলিশ চিনতে পারে যে সে নরসিংদী শহরের সাটিরপাড়া মহল্লার আবু সিদ্দিকের পুত্র দেলু ডাকাত। এসময় থার সাথে থাকা ৩ রাউন্ড তাজা গুলিভর্তি একটি পিস্তল উদ্ধার করে। ডাকাত দেলোয়ার পায়ে গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত যখম হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।