বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
হিলি সংবাদদাতা: দিনাজপুরের বিরামপুরে আশুড়াল বিলের ক্যানেল থেকে লাভলী খাতুন (২০) নামের এক যুবতির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোবাবর সকালে স্থানীয় লোকজন অজ্ঞাত এক যুবতির লাশ বিলের পানিতে পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
বিরামপুর থানা পুলিশের ভারপ্রপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, উদ্ধার হওয়া লাশ পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার পাঠানগঞ্জ গ্রামের বাবুল হোসেনের মেয়ে লাভলী খাতুন (২০)। সে দীর্ঘদিন থেকে মৃগী রোগে আক্রান্ত ছিলো।
নিহত লাভলী খাতুনের চাচা সাইদুল ইসলাম জানায়, গত শুক্রবার সকালে লাভলী খাতুন তার পরিবারের সাথে রামগড় গ্রামে আত্মিয়ের বাড়িতে বেড়াতে যায়। সন্ধার পর থেকে লাভলী খাতুনকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। কাওকে কিছু না বলে লাবনী বাড়ি থেকে বের হয়ে যায়। অনেক খোঁজা-খুঁজির পর রোববার সকালে বিরামপুর উপজেলার আশুড়া বিল এর ক্যানেলের পানিতে তার লাশ পাওয়া যায়। এঘটনায় নিহত লাভলী খাতুনের চাচা সাইদুল ইসলাম বাদি হয়ে বিরামপুর থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।