Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

ছাতকে নগদ টাকা ছাড়াই বাড়ি ফিরলো ৩৮ হতদরিদ্র পরিবার

| প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ছাতকে নগদ টাকা ছাড়াই বাড়ি ফিরলো হতদরিদ্র ৩৮পরিবারের লোকজন। জনপ্রতি ৩০ কেজি করে চাল পেলেও এর সাথে বরাদ্ধের নগদ ৫শ’ টাকা করে তারা পায়নি। কর্তৃপক্ষের অনিয়মের ফলে তারা ১৯ হাজার টাকা পাওনা থেকে বঞ্চিত হয়। এনিয়ে উপজেলা জুড়ে ক্ষোভ ও অসন্তেুাষ বিরাজ করছে। জানা যায়, গতকাল রোববার সকালে দক্ষিণ খুরমা ইউনিয়ন পরিষদে ৩৮জন হতদরিদ্র জেলে ও কৃষকের মধ্যে জনপ্রতি ৩০কেজি চাল বিতরণ করা হলেও জনপ্রতি নগদ ৫শ’ টাকা করে বিতরণ করা হয়নি। ফলে নগদ টাকা ছাড়াই বাড়ি ফিরলো ৩৮জন পরিবারের লোক। ইউপি সদস্য আব্দুল আজিজ, কৃপেশ চন্দ্র দাস, সুহেল মিয়া, সমুজ মিয়া ও বাদল মিয়া জেলে ও কৃষকদের মধ্যে টাকা ছাড়াই ৩০ কেজি করে চাল বিতরণের কথা স্বীকার করেন। ইউপি সচিব নিরঞ্জন বাবু জানান, চেয়ারম্যান সাহেব এ বরাদ্ধে নগদ অর্থ নেই বলায় মাষ্টার রোলে টাকার কলাম বাদ দিয়েই শুধু চাল বিতরণ করা হয়। ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির জানান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিস থেকে বরাদ্ধ পত্রে শুধু চাল বিতরণের জন্যে বলা হয়। এটিতে টাকার কোন উল্লেখ ছিল না। কিন্তু পিআইও ৯ জুলাই এর তারিখে বিকেল বেলা নগদ টাকার একটি চেক হাতে ধরিয়ে দেন বলে জানান তিনি। এ ব্যাপারে পিআইও শহিদুজ্জামান বলেন, বরাদ্ধ পত্রের সাথে চেয়ারম্যানকে চাল ও নগদ টাকার চেক দেয়া হয়েছে। তবে সগদ টাকা বিতরণ করা না হলে আইনানুগ ব্যবস্থা নিবেন বলে তিনি জানান। উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিরুল্লা খান বলেন, বরাদ্ধের টাকার চেকে অনেক আগেই স্বাক্ষর দেয়া হয়েছে। তবে বিতরণে অনিয়ম হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ