Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেশাগ্রস্থ স্বামীকে তালাক দেয়ায় শ্বশুরকে কুপিয়ে জখম

| প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : নাটোর শহরের মল্লিকহাটী এলাকায় নেশাগ্রস্থ স্বামীকে তালাক দেয়ায় ক্ষিপ্ত জামাই কর্তৃক শ্বশুড়কে হত্যার উদ্দ্যেশে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে । গত ২০ জুন ভোরে জামাই শাকিল শ্বশুড় মোঃ আব্দুল রউফকে অতর্কিত হামলা চালিয়ে মারাত্মক ভাবে আহত করে। এ ব্যাপারে নাটোর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।
আব্দুর রউফ খোকন মামলার এজাহারে বলেন, মল্লিক হাটী নিবাসী দিলিপের ছেলে শাকিল হুদা (৩১) তার মেয়ে সুমাইয়া খাতুন মৌ (২৩)-কে অপহরণ করে বিয়ে করার পর নেশাগ্রস্ত হওয়ার কারণে ০৫/০৬/২০১৭ তারিখে তাকে তালাক প্রদান করে। ফলে মামলার আসামিরা যথাক্রমে শাকিল (৩১) ও রুবেল (৩০) বাদী খোকন ও তার মেয়ে সুমাইয়াকে খুন জখম করার হুমকি দেয় । এরই প্রেক্ষিতে গত ২০ জুন ভোর সোয়া ৪টার দিকে মল্লিকহাটী মধ্যপাড়া জামে মসজিদ থেকে ফজরের নামায আদায় করে বাড়ি ফেরার পথে জনৈক দবিরের বাড়ির সামনের পাকা রাস্তার উপরে শ্বশুড় খোকনকে জামাই শাকিলের হুকুমে রুবেল তার হাতে থাকা বড় হাসুয়া দিয়ে হত্যার উদ্দ্যেশে তার মাথায় আঘাত করে। সে সময় বাম হাত দিয়ে ঠেকালে কনুইয়ের উপরের অংশে গুরুতর জখম হয়। এরপর রুবেল তার মাজার ডান পাশে পাছার উপরে ধারালো হাসুয়া দিয়ে কোপ মেরে জখম করার ফলে মাটিতে পড়ে চিৎকার করলে এলাকার আশেপাশের সাধারন মানুষ তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
পরবর্তী পর্যায়ে ২২ জুন ২০১৭ তারিখে থানায় মামলা করতে গেলে আসামিরা আপোষরফা করার জন্য টালবাহানা করতে থাকে। উপায়ান্তর না দেখে মোঃ আব্দুর রউফ খোকন ২ জুলাই ২০১৭ তারিখে নাটোর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের ভিত্তিতে বিজ্ঞ আদালতের আদেশে ৭ জুলাই ২০১৭ নাটোর সদর থানায় মামলাটি লিপিবদ্ধ করা হয়।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মশিউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আসামিরা এখনও পলাতক গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ