Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন

| প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : মঠবাড়িয়ায় এক দুবাই প্রবাসী ও তার স্ত্রীর বিরুদ্ধে হায় হায় কোম্পানির নামে অধিক লাভের প্রলোভন দিয়ে এলাকার সহজ সরল নারী পুরুষের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠছে। ওই অর্থ ফেরত চেয়ে ও জড়িত দম্পত্তির বিচার চেয়ে গত শনিবার বিকেলে মঠবাড়িয়ার সাপলেজা-পাথরঘাটা সড়কে ভুক্তভোগী এলাকাবাসী মানববন্ধন ও সমাবেশ করেছে। ঘন্টাব্যাপী মানববন্ধনে পাওনাদার ছাড়া আরও এলাকার শত শত মানুষ অংশগ্রহণ করেন। পরে তিন রাস্তার মোড়ে সমাবেশে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান, সাপলেজা বাজারের ব্যবসায়ী ইকবাল হোসেন মোল্লা, মোসাঃ পারুল বেগম ও জাহানারা বেগম প্রমূখ। জানা যায়, মানববন্ধনে দুবাই প্রবর্সী ও সাপলেজা গ্রামের মোঃ বেলায়েত হোসেন ও তার স্ত্রী মুক্তা বেগম এলাকার সহজ সরল গ্রামবাসীর কাছ থেকে অধিক লাভরে প্রলোভন দিয়ে নেয়া ৩০ লাখ টাকা আতœসাত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ