বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : ইয়াবা ট্যাবলেট এখন হোম ডেলিভারি পর্যায়ে চলে গেছে উল্লেখ করে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) নূরে আলম মিনা বলেছেন, ইয়াবা মারাত্মক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। গতকাল (রোববার) জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় একথা বলেন তিনি। পুলিশ সুপার বলেন, ইয়াবার সরবরাহ কিছুটা কমেছে। তবে এখনো নিয়ন্ত্রণে আসেনি। মিয়ানমার থেকে যে পথে ইয়াবা আসছে সে পথে তা আটকানো না গেলে অভিযান চালিয়েও রোধ করা যাবেনা বলে মন্তব্য করেন তিনি।
সভাপতির বক্তব্যে চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, মাদক বিরোধী অভিযানের পাশাপাশি সামাজিক সচেতনতা তৈরি করতে হবে। সভায় জনপ্রতিনিধিরা ডাকাতি, দস্যুতা রোধে পুলিশকে আরও তৎপর হতে বলেন। চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় গরু চুরি বেড়ে গেছে বলে জানান জনপ্রতিনিধিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।