Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিডল্যান্ড ব্যাংকের এমডি. মো. আহসান-উজ জামানের পুনঃনিয়োগ

| প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৭, ১২:০০ এএম


অর্থনৈতিক রিপোর্টার : মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে মো. আহসান-উজ জামান আগামী তিন বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন। মো. আহসান-উজ জামান ২০১৪ সালের জুলাই মাসে মিডল্যান্ড ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদেন। তিনি ব্যাংকে যোগদানের পর ব্যাংক সেন্ট্রালাইজড বিজনেস মডেলে ক্রমবর্ধমানভাবে ব্যবসা প্রসার করে। এছাড়াও ব্যাংক তার ক্রমবর্ধমান গ্রাহক চাহিদা বিবেচনায় বিভিন্ন উদ্ভাবনীয় ও আকর্ষনীয় আমানত ও ঋণ প্রকল্প উদ্ভাবন করে। ব্যাংকিং সেবাকে গ্রহকের কাছে আরো সহজ, গ্রহনযোগ্য ও নিরাপদ করার লক্ষ্যে ব্যাংক প্রযুক্তি নির্ভর সেবার প্রবর্তন করে। গ্রাহকের বৈদেশীক বানিজ্য কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ব্যাংক তার করসপনডেন্ট ব্যাংকিংয়ের আওতা বৃদ্ধির পাশাপাশি ইন্টারনেট ব্যাংকিং সেবা এবং ২৪ ঘন্টা কন্ট্যাক সেন্টার সেবা চালু করে। এছাড়াও বিগত সময়ে ব্যাংক, ব্যাংলাদেশ ব্যাংকের সল্প সুদ ভিত্তিক বিভিন্ন লোন সুবিধা প্রদানের মাধ্যমে সমাজের সুবিধা বঞ্চিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জীবন মান উন্নয়নে সক্রিয় ভাবে কাজ করে। তার নেতৃত্বে ব্যাংক, দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ব্যাংলাদেশ ব্যাংকের বিভিন্ন রি-ফাইন্যান্স স্কিমের আওতায় দুগ্ধ উৎপাদন, এসএমই, এগ্রো  প্রোসেসিং, নারী উদ্দ্যেক্তা লোন প্রদান করে। ব্যাংক তৃণমূল পর্যায়ে ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে এজেন্ট ব্যাংকি কার্যক্রম শুরু করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ