Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা চান রাতিনের পরিবার

| প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

অভি মঈনুদ্দীন ঃ কিছুদিন আগে চিকুনগুনিয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন চলচ্চিত্রের গুণী অভিনেত রাতিন। কিন্তু চিকনগুনিয়া থেকে কিডনীতে এবং লিভারে সমস্যা দেখা দেয়। শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েন তিনি। এর মধ্যে গত ৬ জুলাই ব্রেইনস্ট্রোক করেন। তিনি এখন কথাও বলতে পারছেন না বলে জানান তার ছোট ভাই অঞ্জন রহমান। তিনি জানান, এভাবে চলতে থাকলে ভাইয়াকে বাঁচানোই কঠিন হয়ে যাবে। কারণ ডাক্তার জানিয়েছেন ব্রেইনে যদি আবার এ্যাটাক হয় তাহলে বড় কোন দুর্ঘটনা ঘটে যেতে পারে। রাতিনের উন্নত চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, যা পরিবারের পক্ষে যোগান দেয়া কোনভাবেই সম্ভব না। তাই তার উন্নত চিকিৎসার জন্য তার পরিবারের পক্ষ থেকে ছোট ভাই অঞ্জন রহমান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন। অঞ্জন রহমান বলেন, ‘ভাইয়ার শরীর এতোটাই দুর্বল যে তিনি কথাও বলতে পারছেন না। দ্রæত তার উন্নত চিকিৎসা প্রয়োজন। এ জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আর্থিক সহযোগিতার জন্য।’ রাজধানীর সদরঘাট’র ন্যাশনাল হসপিটালে অক্সিজেন সাপোর্টে মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক একে এম আমিনুল হক’র তত্ত¡াবধানে রাতিনের চিকিৎসা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ