রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : ঘরে ঘরে বিদ্যুৎ। এই কর্মসুচীর আলোকে ২০১৭ সালের জুন মাসের মধ্যে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলাকে শতভাগ বিদ্যুতের আওতায় আনার ঘোষনা দিলে তা বাস্তবায়ন হয়নি। সরকার নির্ধারিত এ সময়ে কাজ হয়েছে মাত্র ৩৭.৫৪ ভাগ কাজ। ফলে এ উপজেলার সাধারণ মানুষ বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকার গত জুন মাসের মধ্যে মির্জাপুর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনার ঘোষণা দেয়। এজন্য গত ডিসেম্বরে টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে মির্জাপুরে ২ হাজার ১২৬ কিলোমিটার বিদ্যুতের লাইনের প্রয়োজন বলে জানানো হয়। এর মধ্যে ১ হাজার ৬২০ কিলোমিটার বিদ্যুতের লাইন আগেই নির্মিত ছিল। অবশিষ্ট ৫০৬ কিলোমিটার লাইন গত জুন মাসে নির্মাণ করার কথা ছিল। প্রতি কিলোমিটার বিদ্যুতের লাইন নির্মানের জন্য ১৬ লাখ টাকা হিসেবে এর ব্যয় ধরা হয় ৮০ কোটি ৯৬ লাখ টাকা। কিন্তু জুন মাস পর্যন্ত নির্মাণ করা হয়েছে মাত্র ১৯০ কিলোমিটার। বাকী ৩১৬ কিলোমিটার লাইন এখনো নির্মাণ হয়নি। মির্জাপুরে নতুন করে ৫০৬ কিলোমিটার লাইন নির্মাণের জন্য প্রয়োজনীয় ৯৮৭৬টি খুঁটির মধ্যে এ পর্যন্ত ৪৭৩০টি খুঁটি পাওয়া গেছে। বাকী খুঁটির সাথে প্রয়োজনীয় তারসহ অন্যান্য সরঞ্জামও ঠিকাদারেরা সংগ্রহ করতে পারেননি বলে জানা গেছে।
অনেক এলাকায় দীর্ঘ্য দিন যাবত খুটি স্থাপন করা হলেও তাতে কবে নাগাদ তার টাঙানো হবে তা কেউ বলতে পারেনি। সরকারের এই শতভাগ বিদ্যুতায়নের কার্যক্রমের ঘোষণা হওয়ার পর এক শ্রেণীর দালাল চক্র এলাকায় সক্রিয় হয়ে পড়ে। চক্রটি সাধারণ মানুষকে বিদ্যুৎ সংযোগের কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান সিদ্দিকী ও পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আশরাফ আহমেদ জানান, বিষয়টি খুবই কষ্টকর। তারা দ্রুত কাজটি শেষ করার দাবী জানান।
টাঙ্গাইল পল্লী বিদ্যুতের মহাব্যবস্থাপক মুখলেছ গনি জানান, ঠিকাদাররা নির্ধারিত সময়ে খুঁটি ও সরঞ্জাম সরবরাহ করতে না পরায় কাজের গতি কমে গেছে।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাজাহান আলী জানান, আগামী ডিসেম্বরের মধ্যে মির্জাপুরকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনার জন্য কাজ করা হচ্ছে।
২০১৬-২০১৭ অর্থ বছরে টাঙ্গাইলে ৯২৫ কিলোমিটার বিদ্যুতের লাইন নির্মাণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মির্জাপুরে সংসদ সদস্য মো. একাব্বর হোসেন জানান, নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ার বিষয়টি কষ্টকর। এতে সাধারণ মানুষ বঞ্চিত হয়েছেন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে যাতে কাজটি দ্রুত শেষ হয় তার জন্য উদ্যোগ নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।