রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা টাওয়ার মসজিদের দ্বিতীয় তলায় গ্রীলের গায়ে গলায় গামছা পেঁচানো এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। রোববার সকাল নয়টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। আনুমানিক ৪০ বছর বয়সী ওই ব্যক্তির নাম শহিদুল ইসলাম। তিনি খুলনা জেলার পাইকগাছা উপজেলার হরিঢালী গ্রামের বাসিন্দা। প্রায় দু’বছর ধরে তিনি পাটকেলঘাটা বাজারে চায়ের দোকান চালাচ্ছিলেন।
স্থানীয়রা জানান, ভোরে ফজরের আজান দিতে গিয়ে মসজিদের মুয়াজ্জিন লাশটি গ্রীলের গায়ে ঝুলন্ত দেখতে পান। পরে খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ শহিদুলের লাশ উদ্ধার করে। পাটকেলঘাটা থানার ওসি তরিকুল ইসলাম জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।