Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদক গ্রহণে বাধা, স্ত্রীকে বেঁধে কোপালো স্বামী

| প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার : মাদক গ্রহনে বাধা দিয়েছিলেন স্ত্রী। আর এ কারণেই দরজা বন্ধ করে স্ত্রী রওশন আরাকে শাড়িতে বেঁধে ধারালো দা দিয়ে নৃশংসভাবে কুপিয়ে পালিয়ে গেছে স্বামী গোলাম রসুল। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি গ্রামে। গোলাম রসুল ওই গ্রামের ইয়াসিন আলির ছেলে।
কুশখালি ইউপি সদস্য লিয়াকত হোসেন বাবু জানান গোলাম রসুল দীর্ঘদিন ধরে ফেনসিডিল ও ইয়াবা খায়। এ নিয়ে স্ত্রী রওশন আরার সাথে বিরোধ চলছিল। তিনি জানান শনিবার রাতে সে ঘরে বসে আবারও মাদক খাচ্ছিল। এতে বাধ সাধেন রওশন। এতেই ক্ষিপ্ত হয়ে ঘরের দরজা জানালা বন্ধ করে স্ত্রীকে তার শাড়িতে পেচিয়ে বেঁধে ফেলে গোলাম রসুল। এরপরই সে তাকে ধারালো দা দিয়ে নৃশংসভাবে কোপাতে থাকে। রওশনের চিৎকারে প্রতিবেশিরা ছুটে এলে ধারালো দা হাতে নিয়ে পালিয়ে যায় যায় গোলাম রসুল। এ সময় সে তার মেয়েকেও কোপানের জন্য তাড়া করে। প্রতিবেশিরা রওশন আরাকে উদ্ধার করেন। লিয়াকত বাবু আরও জানান রওশনারাকে দ্রæত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। ডাক্তাররা তাকে খুলনায় রেফার করেন । খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাতেই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশংকাজনক।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ জানান কেউ লিখিত অভিযোগ না দিলেও ঘটনাটি তিনি শুনেছেন। অভিযোগ পেলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে ।
সাতক্ষীরায় বৃদ্ধ নিহত
সাতক্ষীরায় মোটর সাইকেলের ধাক্কায় আব্দুল হামিদ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার রাত ৯টায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুল হামিদ সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি গ্রামের মৃত এজাহার কারিকরের ছেলে।
নিহতের মেয়ে ছকিনা খাতুন জানান, তার বাবা আব্দুল হামিদ কানে শোনেন না। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে ব্যাংদহা-সাতক্ষীরা সড়কে উঠলে সাতক্ষীরা গামি একটি মোটর সাইকেল তাকে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই তিনি মারাত্মক জখম হলে ওই মোটরসাইকেল চালক চালতে তলার রেজাউলসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। রাত ৯টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ