রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা : আরিচা মহাসড়কের পাশে ভারতীয় মালিকাধীন ব্যাটারী তৈরীর কারখানায় এক দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এসময় ডাকাতরা ব্যাটারীর তৈরীর কাঁচামালসহ প্রায় ৩৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ব্যাপারে ধামরাই থানায় মামলা হলেও পুলিশ মালামাল উদ্ধারতো দুরের কথা আসামী সনাক্ত করতে পারেনি।
জানা গেছে, গত ২৬ জুন মাইক্রোবাস নিয়ে ৬/৭জনের একদল সশস্ত্র ডাকাত নিজেদের হেড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে কারখানার ভেতরে প্রবেশ করে সিকিউরিটি গার্ডদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে ব্যাটারী তৈরীর কাচামাল, সীসা, সিসি ক্যামেরা, ল্যাপটপসহ প্রায় ৩৬লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এব্যাপারে কারখানার একাউন্ট ম্যানেজার মনি শংকর রায় বাদী হয়ে ২৭জুন ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার ১৫দিন অতিবাহিত হলেও পুলিশ আসামী গ্রেফতার এমনকি মালামাল উদ্ধার করতে পারেনি।
এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন, আসামীদের গ্রেফতারের জন্য যথাসাধ্য কাজ করে যাচ্ছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।