Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঁচবিবির সীমান্ত থেকে বাংলাদেশীকে আটক করেছে বিএসএফ

পাঁচবিবি (উপজেলা) সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৭, ৫:১৬ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আল আমিন(২৮) নামের এক বাংলাদেশী যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যরা। আল আমিন ভোলা জেলার আলীনগর গ্রামের ফকরুল বিশ্বাসের ছেলে।

জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমতিয়াজ চৌধুরী জানান, রবিবার দুপুরে আটাপাড়া সীমান্তের ২৮৫ পিলার সংলগ্ন এলাকা দিয়ে চাকুরীর সন্ধানে আল আমিন ভারত অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করে। এসময় ওই এলাকায় টহলরত বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। তাকে ফিরিয়ে আনতে উভয় দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকসহ বিজিবির পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ