Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

পার্বতীপুরে অপহরণের দুদিন পর কলেজ ছাত্রী উদ্ধার

প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

দিনাজপুর অফিস : জেলার পার্বতীপুরে অপহরণের দুদিন পর এক কলেজ ছাত্রীকে (১৯)উদ্ধার করেছে পুলিশ। সে পার্বতীপুর মডেল মহিলা বিএম কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। আজ বুধবার ডাক্তারি পরীক্ষার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভিকটিমের বাবা অভিযুক্ত সুজন কাজিসহ ৪ জনকে আসামি করে গতকাল মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন আইনের (সংশোধিত ২০০৩ সাল) ৭/৩০ ধারায় পার্বতীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, গত ৬ মার্চ উপজেলার মন্মথপুর ইউনিয়নের দেগলাগঞ্জ কাজিপাড়া গ্রামের লতিফ কাজির ছেলে সুজন কাজি (২৩), তার কয়েকজন বন্ধুসহ পলাশবাড়ি ইউনিয়নের কলেজ পড়ুয়া ওই ছাত্রীকে (১৯) দেশিয় অস্ত্রের ভয় দেখিয়ে অপহরণ করে।
পুলিশ গত মঙ্গলবার সন্ধ্যায় অপহৃত কলেজ শিক্ষার্থীকে পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের দেগলাগঞ্জ কাজিপাড়া গ্রামের লতিফ কাজিরবাড়ি থেকে উদ্ধার করে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম জানান, মামলা দায়ের করার পর থেকে অপহরণকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ