Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টঙ্গীতে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুরের টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় রমজান ওরফে মকবুল কসাই নামে একজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
রমজান গাজীপুরের টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকার ওয়াহেদ আলীর ছেলে। রায় ঘোষণার সময় রমজান আদালতে উপস্থিত ছিলেন।
আজ বুধবার বিকেলে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ রায় ঘোষণা করেন। এ সময় আসামিকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১৪ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে নুরুল ইসলাম টঙ্গীর ঝিনু মার্কেট এলাকায় কাঁচাবাজার করতে যান।
এসময় আসামি রমজান ওরফে মকবুল কসাই পূর্ব শত্রুতার জের ধরে নুরুল ইসলামকে ছুরি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পরে রমজান দৌড়ে পালানোর সময় স্থানীয় লোকজন তাকে ছুরিসহ আটক করে পুলিশে দেয়। ওই দিন নিহতের ছেলে নুরুল আলম বাদী হয়ে মকবুল কসাইয়ের বিরুদ্ধে টঙ্গী থানায় হত্যা মামলা দায়ের করেন। আদালত ৭ জনের সাক্ষ্য গ্রহণ ও উভয়পক্ষের শুনানি শেষে বুধবার এ রায় দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি হারিছ উদ্দিন আহমদ ও আসামিপক্ষে ছিলেন এড. মো. লুৎফর রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ