Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাঙ্গায় স্কুল শিক্ষার্থীর ঘাতক শিক্ষকের বিচার দাবিতে মানববন্ধন

| প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা ঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মডেল পাউলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হিরামনি তিশার মৃত্যুর জন্য দায়ী বিদ্যালয় শিক্ষক আবুল কালাম আজাদকে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকালে বিদ্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত শিক্ষার্থীরা অভিলম্বে শিক্ষকের অনৈতিক কর্মকান্ডে জড়িত শিক্ষককে অভিলম্বে স্কুল থেকে বহিস্কার ও গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান। এ সময় বক্তব্য রাখেন শিক্ষার্থী সাজ্জাদ হোসেন, মামুন মুন্সী, রনি আহমেদ,বিপ্লব পোদ্দার সহ অন্যান্যরা। উল্লেখ্য যে ফরিদপুরের ভাঙ্গায় স্কুল শিক্ষকের কু-কীর্তির বলি হয়ে অকালেই প্রান গেল মেধাবী স্কুলছাত্রী হিরামনি তিশার(১৫)। সে উপজেলার আলগী ইউনিয়নের শাহমুল্লকদী গ্রামের মনিরুজ্জান ভুইয়ার মেয়ে সে ভাঙ্গা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর বিজ্ঞান বিভাগের প্রথম রোলধারী মেধাবী ঐ শিক্ষার্থী লম্পট শিক্ষকের অনৈতিকতার জেরে এক পর্যায়ে বৃহস্পতিবার গভীর রাত্রে ঘরের ফ্যানের সাথে বিছানার চাদর দিয়ে ফাঁস দিয়ে সে মারা যায়। পুলিশ শুক্রবার সকালে লাশ উদ্বার করে থানায় নিয়ে এসে ময়না তদন্ত সম্পর্ন করে। এ ব্যাপারে ভাঙ্গা থানায় স্কুল শিক্ষকের স্ত্রী মামুদা আক্তারসহ ঐ শিক্ষককের নামে একটি মামলা দায়ের করে । নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে প্রকাশ, পিতা মনিরুজ্জামান ভুইয়া তার মেয়ে ঐ শিক্ষার্থী হিরামনি তিশাসহ পরিবার নিয়ে ভাঙ্গা থানা সংলগ্ন জনৈক লিটু মোল্লার বাড়িতে বাসা ভাড়া নিয়ে বসবাস করতো। ভাঙ্গা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে পড়াশুনার সুবাদে ঐ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের লম্পট শিক্ষকের কাছে ছাত্রীটি দীর্ঘ দিন প্রাইভেট পড়তো। একপর্যায়ে ছাত্রীটি লম্পট শিক্ষকের অনৈক কর্মকান্ড ও স্ত্রীর রোষানলে পড়ে মেয়েটি অকালেই ঝরে যায়। ছাত্রীটির মা হাওয়া বেগম মেধাবী শিক্ষার্থী ঐ মেয়েকে হারিয়ে বাকরুদ্ব হয়ে পড়ছেন। এ ব্যাপারে ভাঙ্গা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেন জানান মেধাবী ঐ শিক্ষার্থী অকালে চলে যাওয়া অত্যান্ত দুঃখজনক। তাকে ইতিমধ্যেই বিদ্যালয় থেকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মিরাজ হোসেন বলেন মেধাবী ঐ শিক্ষার্থীর লাশ উদ্বারের পর ময়না তদন্ত শেষে দোষীদের বিরুদ্বে আইনগত প্রয়োজনীয় ব্যবস্তা গ্রহন করার প্রস্তুতি চলছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। অপর দিকে শনিবার সকালে ঐ ছাত্রীর মৃত্যুর জন্য তার স্বজন ও বিদ্যালয়ের সহপাঠীরা অশ্রæপাত করছে। শনিবার বিদ্যালয়টির পাঠ্য কার্যক্রম বন্ধ থাকে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ