বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের লালপুরে মোসাদ্দিকা খাতুন নামে সাড়ে চার বছরের শিশুকে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় অপর একজনকে খালাস দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে নাটোর জেলা দায়রা জজ আদালতের বিচারক প্রদীপ কুমার রায় এই আদেশ দেন।
ঘটনার পর থেকেই আসামিরা পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন শাহারুল ইসলাম (২৯) ও খালাস পাওয়া পারুল বেগম (৫০)।
মামলা সূত্রে জানা যায়, ২০০৭ সালের ৭ নভেম্বর নাটোরের লালপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের মকরুম আলীর মেয়ে মোসাদ্দিকা খাতুনকে তার ঘরে ডেকে নিয়ে যায় প্রতিবেশী শাহারুল ইসলাম। পরে তার কানে থাকা স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে তাকে শ্বাসরোধে হত্যার পর ঘরের মেঝেতে পুতে রাখে। এ ঘটনায় নিহত শিশুর বাবা বাদী হয়ে শাহারুল, তার বাবা আক্কেল আলী এবং মা পারুল বেগমকে অভিযুক্ত করে লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশীট প্রদান করে। মামলার সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের বিচারক শাহারুল ইসলামকে মৃত্যুদণ্ড ও তার মা পারুল বেগমকে বেকসুর খালাসের আদেশ দেন। এদিকে মামলা চলাকালীন সময়ে অপর অভিযুক্ত শাহারুলের বাবা আক্কেল আলী মারা যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।