Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সালথা-নগরকান্দায় কর্মীবিহীন নেতার দৌড়-ঝাপ

| প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা ঃ ফরিদপুর জেলার সালথা-নগরকান্দা উপজেলায় সাম্প্রতি কর্মীবিহীন নেতা মেজর অব: আতম হালিম একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আগাম ঘুরে বেড়চ্ছেন ও দৌড় ঝাপ শুরু করেছেন বলে জানা গেছে। সালথা ও নগরকান্দা উপজেলায় নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন তিনি। তাকে আওয়ামীলীগ মনোনয়ন দিবেন এ কথা তিনি বিভিন্ন সভায় বলে বেড়াচ্ছেন।
আওয়ামীলীগের দুই উপজেলার তৃণমূল নেতাকর্মীরা জানান, মেজর অব: হালিম একজন ধান্দাবাজ নেতা। তার ভাইরা একাকার ত্রাস ও খুনখারাপির কাজ করে বেড়ায়। বর্তমানে একাধিক খুনের মামলাও চলমান। তারমত ব্যক্তিকে আওয়ামীলীগ মনোনয়ন দিলে চরম ভাবে খেসারত দিতে হবে।
সালথা উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন জানান, মেজর অব: আতম হালিম আওয়ামীলীগের সদস্য নয়। এ বিষয়ে সালথা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়ার ফোন নং ০১৭১৪-৭৯০৪৭২-এ যোগাযোগ করলে তিনি ফোনটি রিসিভ করেন নাই। উল্লেখ্য নগরকান্দা-সালথা এই দুই উপজেলা নিয়ে গঠিত হয়েছে জাতীয় সংসদ ফরিদপুর আসন-২। নাম প্রকাশ না করার শর্তে সালথা ও নগরকান্দা উপজেলার একাধিক আওয়ামীলীগের নেতাকর্মীরা জানান, ওয়ান ইলেভেনের সময় মেজর অব: আতম হালিম, ফেরদাউস কোরাইশির দল পিডিবি-র সালথা-নগরকান্দা উপজেলার আহŸায়ক ছিলেন। এখনও ওই দলেই করেন। আমরা আতম হালিমকে কোনো অবস্থাতেই আওয়ামীলীগের পক্ষ থেকে মনোনয়ন পেতে দেব না। মেজর অব: আতম হালিমকে বাদ দিয়ে দল থেকে যাকেই মনোনয়ন দিবে আমরা আগামী সংসদ নির্বাচনে তার হয়েই কাজ করব। এই দুই উপজেলায় আতম হালিমের সর্বমোট সাতজন নেতা আছে। ওই নেতারা মেজর অব: হালিমের টাকা পয়সা লুটে খাচ্ছে। তাদের সাথে সাধারণ ও তৃণমূল নেতাকর্মীদের যোগাযোগ নেই।



 

Show all comments
  • মোঃ মজিবুল হক ৯ জুলাই, ২০১৭, ৯:৫৯ এএম says : 0
    মেজর (অবঃ) আতমা হালিমের স্থানীয় সাত অাওয়ামী লীগ নেতার নাম ও পদবী জানাবেন কি ভাই বকাউল?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ