Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে মূল্যবোধ সম্পন্ন মানুষ চাই- চসিক মেয়র নাছির

| প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, শিক্ষার্থী ও শিক্ষার গুনগত মান বৃদ্ধির লক্ষে অবকাঠামোগত উন্নয়ন, খেলার মাঠ উন্নয়নসহ যাবতীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করেছে সিটি কর্পোরেশন। শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে। গতকাল (শনিবার) নগরীর কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজের একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধন, বৃক্ষ রোপণ, টাইম এন্ড এটেন্ডেন্ট টার্মিনাল ও ক্যান্টিন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সিটি মেয়র বলেন, পরিবার, সমাজ ও দেশের প্রতি দায়িত্ব ও কর্তব্যবোধ থেকে অধ্যয়ন এবং সু নাগরিক হওয়ার সকল গুনাগুন শিক্ষার্থীদের অর্জন করতে হবে। সকলকে পিতা-মাতার প্রতি কর্তব্যপরায়ণ এবং শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সুশিক্ষিত ও আলোকিত মানুষ হয়ে তারাই দারিদ্র বিমোচন করতে সক্ষম হবে। কর্পোরেশনের ২ নং জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাহেদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউক, কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা মিসেস নাজিয়া শিরিন। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. আমিনুল হক খান। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক তপন চন্দ্র মজুমদার, সহকারী অধ্যাপক মো. লুৎফুল কাদের, প্রভাষক মো. মিজানুর রহমান, মোঃ জাহেদুন্নবী, মো. শহিদুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস নুরী, আয়েশা নাজনীন প্রমুখ। ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধনের পূর্বে মেয়র নারিকেল গাছের চারা রোপণ করে সিটি কর্পোরেশনের শিক্ষা বিভাগের বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ