বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বেনাপোল অফিস : বেনাপোলে ছাত্রলীগের হামলায় গ্রিনলাইন পরিবহনের কাউন্টার ভাংচুর ও ৪ জন পরিবহন শ্রমিক পিটিয়ে আহত করার ঘটনার প্রতিবাদে গতকাল সকাল থেকে বেনাপোলে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করছে পরিবহন শ্রমিক সংগঠনগুলো। সকালে বেনাপোলের প্রধান সড়কের ওপর পরিবহন বেরিকেট দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ ¤্রমিকরা। ফলে শতশত পাসপোর্ট যাত্রী আটকা পড়েছে বেনাপোল চেকপোস্টে। সকাল থেকে দু দেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ রযেছে। পরিবহন শ্রমিকরা জানান, গত শুক্রবার বিকেলে জেলা ছাত্রলীগের সম্মেলনকে সফল করার লক্ষ্যে বেনাপোল পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা বেনাপোল বন্দরে মিছিল বের করে। মিছিলটি যখন বেনাপোল পরিবহন স্ট্যান্ডে আসে, সে সময় গ্রিনলাইন পরিবহনের একটি বাসের বক্সে যাত্রীদের ল্যাগেজ ওঠাচ্ছিলেন মোহন (৩৫) নামে একজন শ্রমিক। এসময় ছাত্রলীগ কর্মীদের সঙ্গে তার সামান্য কথাকাটির এক পর্যায়ে ছাত্রলীগ কর্মীরা উত্তেজিত হয়ে মোহনকে বেধড়ক মারপিট করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।